তিনি বলেছিলেন ,
গো-ককুদে স্বর্ণ আছে , করল সবাই অবিশ্বাস ।
মানত যদি তখন লোকে আজ ভারতে ' গোল্ডো রাস ' ।
দেখছো তো আজ শেয়ার বাজার, দালালস্ট্রীটে নাভিশ্বাস !
জমিয়ে যদি রাখত সোনা থাকতো বড়ো এক আশ্বাস ।
সে সময়ে বুদ্ধি করে কিনে যদি রাখত গাই-
হাজার ভরি সিওর সোনা থাকতো হাতে , ভাবছি তাই -
-কী ভুলটাই করেছি গো -দেব দ্বিজেতে অবিশ্বাস !
যখন দেখি বিপদ আসে সঙ্গে থাকেই ' বুদ্ধিনাশ ' !!
এই দ্যাখোনা এই এ মাসে করোনা না কী ভাইরাস
বিশ্ব জুড়ে অর্থনীতির করলো চরম সর্বনাশ !
একজন বলল ,
--' করোনা 'টা আবার কি গো ? করবোনা কি তাই বলেন ?
রাস্তাঘাটে যেটার ভয়ে মুখ টা ঢেকে তাই চলেন ?
বাবু বলেন , ঠিক বলেছো আমিও তো তাই বলি ।
এক টুকরো ন্যাকড়া দিয়ে তাই তো ঢেকে মুখ চলি ।
বুঝতে আমি পারছিনাকো অ্যাতো ভয়ের আছেই কি !
নাক মুখ যার থাকছে ঢাকা করবে ব্যাধি তাদের কি !!


একটা ছেলে বড়ই ঠ্যাটা , বলল ,মোদের মুখোশ কই ?
শহরের ওই বাবুর মতই মাস্কো গুটে মোদের চাই ।
বলল বাবু , তোদের ঘরে মেদনীপুরের গামছা নাই ?
তোদের হেথা এলেই হোলো , তোদের দেখি ভীষণ খাঁই !
মাখতে হাতে স্যানিটাইজার বল্ তো মাগিস্ কি সূত্রে ?
সবচে' ভালো বলিস্ যদি স্যানিটেসান গো-মূত্রে !!