একটা আরো বছর গেল,
আবার ফিরে আষাঢ় এল ,
আবার জুনের উনিশ তারিখ !
অরেলিয়া পায়েস খেল !!


একটা বছর বাড়ল বয়স
বাড়লে বয়স শরীর বাড়ে ?
আগের মত জড়িয়ে গলা
এখন কি সে আদর কাড়ে ?


আমরা হেথায় দুজন একা
ওরা থাকে অনেক দূরে ,
তবু যেন কোথায় বাঁধা
একতারাটি একটা সুরে ।


রক্ত যেন ফল্গুধারা
যায় না দেখা বইতে থাকা ,
টানটা থাকে ভিতর ভিতর
চাইলেও তা যায় না রোখা ।


এই যে দেখুন , মনটা কেমন
হচ্ছে ক্রমে ভীষণ ভারি !
ইচ্ছে মতন আমরা কি কেউ
যার যা খুশি করতে পারি ?


ইচ্ছে তো হয় ,আদর করি
দুহাতে তার জড়িয়ে গলা।
জমছে যত মনের কথা
চার বছরে , হয়নি বলা ।


ওরা আছে হয়তো সুখে
আমরা দুঃখে সময় কাটাই
হাতে এখন অঢেল সময়
তবুও যদি সময় টা পাই


একদিন ঠিক যাবোই যাবো
তেমন যদি সুযোগটা পাই
আজকে কেবল জন্মদিনে
দূরের থেকে আদর জানাই !!


ঠাম্মি ও দাদু
" আশাবরী "
কলকাতা।