দল বেঁধে ওই মাগী মরদ
ট্যাঁকে আবার ছানা !!
জানে না কি রাস্তাঘাটে
বেরুনোটাই মানা ?


ওঃ ! ওরাই বুঝি পরিযায়ী
ঠিক ঠিকানা নাই ?
লকডাউনে শখটা কিসের
ঘরে ফেরাই চাই ?


ফিরছে গাঁয়ে পায়ে হেঁটেই
রেল লাইনটা ধরে ?
ওই যে সেদিন কয়টা যেন
মরলো চাপা পড়ে ?


শিক্ষে তবু হয়না ওদের
সইছে নাকো তর !
বলেছি তো জুন অবধি
একটু সবুর কর ।


এই জুনেতেই আসছে বোয়িং
সাতশো সাতাত্তর ।
প্লেনে করেই পৌঁছে দেবো
জাস্ট্ ! একটু ওয়েট কর ।


হাঁটবে কেন মিছিমিছি
চড়বে কেন ট্রেনে !
আহা ! চক্ষু আমার দুক্ষে ভেজে
ওদের কথা শুনে ।।