পুলিশ ! পুলিশ !পুলিশ !!
আমার কথা শুনিসনি তো
দু-কান নিজের মুলিস্ !


পুলিশ ! পুলিশ !পুলিশ !!
থানায় ঢুকে কেলায় যখন
হাতের চুড়ি খুলিস্ ?


পুলিশ ! পুলিশ !পুলিশ !!
আমার পিছে লাগবি যখন
আগের থেকে বুলিস্ !


পুলিশ ! পুলিশ !পুলিশ !!
আমার ঘরে ঢোকার সময়
জুতোর ফিতে খুলিস্ !


পুলিশ ! পুলিশ !পুলিশ !!
খুঁজে কিছু পেলিস্ ?
তোদের সাথে খেলবো যদি
আমার কথায় খেলিস্ !!


আচ্ছা !
কালকে যারা এসেছিল ,
সব কি তারা এস এফ ছিল ?
হাতে তোদের নাই কি লাঠি?
নাই কি নিয়ম দেশটাতে কি ?
দোর ব'য়ে ঐ ঝগড়া আনে ?
কী সব আসে আমার কানে ?
এলেই পরে আমার ঘরে
ঠেঙাতে তো পারিস্ !!


আদমি ওরা কিৎনা থে রে ?
সাচ্ টা শুনি , কাস্ না ঝেড়ে !
পাঁচটা শুনি বেয়াড়া বড় ,
(নাই পেয়েছো ,(অমনি) মাথায় চড় !!)
তোরা কেমন পুলিশ ?
সব ক'টাকে বেদম মেরে
ভ্যান গাড়িতে তুলিস্ !!


কিতনা টোট্যাল ওদের দলে ?
( মাত্র ) বাষট্টিটা হাসপাতালে ?
মাইনে বাড়ার সময় তো সব
ধম্মোঘটে মাতিস্ !
দেখলে গাড়ি রাস্তাঘাটে
হাতটা তো বেশ পাতিস্ !!


পুলিশ ! পুলিশ !পুলিশ !!
দেখিস্ বাবা , কথায় বলে
আঠারো ঘা বাঘে ছুঁলে
তোরা নাকি ছুঁলেই পরে
প্রাণ উড়ে যায় , রয় না ধড়ে !!
এ সব কথা ক'জন মানে ?
না যায় যেন প্রেসের কানে ।
কাজ না হলে জল কামানে
চললে গুলি রাখিস্ মনে
লাশগুলি সব ঝেড়ে ঝুড়ে
সাবধানেতে তুলিস্ !!