এই যে দেখুন দু-দিন ধরে
মহালয়ার পরের পরে
বিচ্ছিরি ওই বিষ্টি হোলো--!!
কেউ তো এখন বলছেনাকো
' বিরুদ্ধে এর আওয়াজ তোলো !'


আর বছরে এমনি ছিল !
বিরোধী দল স্লোগান দিল ,
' ভীষণ ষড়যন্ত্র ইহা !
কল্পিত এ পূর্ব হতেই
সিওর অভিসন্ধি ছিল !!
এদ্দিন তো শুখনো ছিল !
পুজোর সময় বিষ্টি হেন
এমন অনাসিষ্টি কেন
মেঘ কত কে যোগান দিল ?
সি বি আই-এর এইটে প্রথম
খতিয়ে দ্যাখা উচিত ছিল ! '


হবে না কেন ?
লোকজন ও তো
ঠাকুর ঠুকুর মানছে টা কই !!
দেশটা ডুবে যাচ্ছে পাপেই !
আজ মনে হয় , সেই পাপেতেই
ব্রীজ ভেঙ্গেছে কলকেতেতে ;
বউ বাজারে সেই কারণেই
ধ্বস নেমেছে !-- এ যে হবেই
ব্যাপারটা তো আগের থেকেই
সক্কলের ই জানার ছিল !!
নইলে কী আর এমন সময়
আশ্বিনেও বৃষ্টি এল !!


একটু যদি যান পিছনে ,
ভাবুন দেখি মনে মনে
এই যে এতো অনাসৃষ্টি
মূলেই দেখুন কম্যুইনিষ্টি !
সাধে কী আর খিস্তি করে
চৌঁত্রিশটা বছর ধরে
ধম্মো থেকে রইলো সরে !
ভোগো এবার ওদের পাপে !!
বাঁচায় দেখি কাহার বাপে !!
করলো কেবল মার্ক্স ও লেনিন
দেশ বলতে রাশিয়া চীন
আমরা কিছু বলতে গেলেই
বলত ,
মোদের নাকি মাইন্ডটা মীন !


এ বেলা , ঐ বুঝুন ঠ্যালা !
জমে গেছে বিষম খেলা !
গেছেন খেপে ঈশ্বরী ও
পুজো দেখার বাজলো বারো !


আরো কেউ কেউ বললেন ,


রাম কে ছেড়ে বাম ভজিলে
টেরটি পাবেন আপনারা ও !!


দেখছি ,সত্যি ই


খেপে গেছেন ঈশ্বরী ও !
বোধ হয় মনে মনে বলছেন ,


' মানছোনিকো আমায় যেমন
পুজোর সময় অঝোর এমন
ঝরবে কেমন দেখেই নিও !! '