বিপুলা এ বাংলার কে কতটা জানে !!
কারে কয় ' কাটমানি '? ' খাদানে 'র মানে !!
'হার্মাদ ' কারে কয় ? কাহারে 'পাচন ' ?
শিখে নাও মন দিয়ে নেতার বাচন !
জানো তো, সামনে ফের আছে নির্বাচন !
এবারে হয় না যেন সেবার যেমন !!
ঘরে ঘরে ল্যাট্রিন , বিজলির আলো ,
দু-টাকার কিলো চাল ! পাওয়া গেলে ভালো !
সেন্টার এটা দেয় , স্টেট দেয় ওটা !
এক দল খেতে দিলে , আর দল খোঁটা !!
খেলাটা চলছে ভালো ! এবারের দানে
কার দল কত ভোট কে কখন টানে !!
কারা কারা খেতে চায় নকুলেরদানা ?
মুকুলের বাড়ি যেতে কার কার মানা ?
' রোহিঙ্গা' কারে কয় ? কারা 'ঘুষপেট' ?
যাচ্ছে এখন কত এমেলের রেট ?
কারে বলে 'মাওবাদী ' ? কারে ' নকসাল ' ?
"শ্রীরাম '' বলেনা , দেখ কোন্ কোন্ মাল !!
কে বা কারা 'আদিবাসী' ? কারা 'প্রান্তিক' ?
গ্যাস ফ্যাস পেলো কি না দেখে রাখো ঠিক !
'বুদ্ধিজীবী'রা কারা ? কারা 'চামচা' ?
বাটি থেকে তুলে মুড়ি এক খামচা
দেখ মুচমুচে , নাকি গিয়েছে সেঁতিয়ে ?
পরখ টা করে দেখো এক মুঠ খেয়ে ।
আনিওনা কুম্ভীর, কাটিও না খাল ।
যে ডালেতে আছো ব'সে ,ভেঙো না সে ডাল !
ঠগ বেছে গাঁ টি ফের কোরো না উজাড়
সাবধান করেছেন বস্ বার বার !!