পাড়ার ভিতর রথ টানে না
আজ আর ছেলে ছোকরা !
মাহেশ বা ঐ মহিষাদলে
যায় না তেমন লোকরা !
এখন চলে শহরগুলায়
দলের রথযাত্রা ;
উদ্বোধনে বোম্বে থেকে
আসেন পূজা বাত্রা !
এখন দেখি রাস্তা জুড়ে
মিছিল শোভাযাত্রা ,
ভাগ্যি ভালো ইসকনীরা্
বাড়ায় খানিক মাত্রা !!


পুরীর থেকে খবর এল
বলেন জগন্নাথে ,
" ইচ্ছে আছে বঙ্গে যাবো
দুজন আছেন সাথে ।
দাদা ও আছেন ,বোনটি আছে
চলবে না এই রথে
অত দূরে মাসীর বাড়ি
বিপদ আছে পথে !!
তোমরা তো বেশ নিজের বেলায়
চড়ছো জুড়ি গাড়ি
করছো খরচ জলের মতন
টঙ্কা কাড়ি কাড়ি !"


জগন্নাথের যত সাগরেদ
রাজনীতি যার রক্তে
বিভক্ত হোলো কেন্দ্রে রাজ্যে
দু-প্রকার দুই ভক্তে !


কেন্দ্র বললো, " ভেবে দেখা যাবে
জগন্নাথের বায়না ।
সেভ্রোলেতে চাইছে চড়ুক
রথটা যখন চায় না ।"
রাজ্য বলল , " কেন্দ্র যদি
সেভ্রোলেতে চড়ায় ,
দেখবো মোরা ক্যামনে ওরা
গাড়ির চাকা নড়ায় !!
ওরা যদি ভাড়ায় আনে
একটা করে গাড়ি
আমরাও তো ভাইবোনদের
তিনটে দিতে পারি !!
ওরা যদি হন্ডা চড়ায়
আমরা মার্সেডিস্ !
ওদের যদি আটটা মিছিল
দশটা দেখিয়ে দিস্ !! "
কেন্দ্র বলে ," রথ চালাবো
হোক্ না ট্র্যাফিক বন্ধ !
রাজ্য বলে , " পাচ্ছি হেথায়
রাজনীতিটার গন্ধ ।"
রাজ্য বলল , " আমরাও রথ
টানবো এবার বঙ্গে ! "
কং-রা বলে ," চালিয়ে যাও
আছি তোমার সঙ্গে ! "
পঙ্কজেরা বঙ্গে খোঁজেন
চাষ-উপযোগী পঙ্ক !
আরেকটি দল ভোটগণনায়
কষেন কঠিন অঙ্ক ।
এই মওকায় নির্বাচনে
ভোটার বাড়া দরকার !
এই কথাটা সবাই জানে ,
ভালোই জানে সরকার ।।