সংযুক্তার ব-কলমে --


" দেয়নাকো কিছু গিফটি ফিফটি !
কেবল পাঠায় পদ্য !
ঘিলুর গোবরে ফোটে তার বুঝি
ব্রহ্মতালুতে সদ্য ।।


উপর তলার কিপটে কাকুটা --
পনেরোই জুন এলে
ঠিক আসে চ'লে
লিখে টিখে কিছু
যায়নাকো কভু ভুলে ।


তাকে বলি ,


চাইনাকো কোনো দামী উপহার
সত্যি বলছি , কাকু !
কেক ফেক -- ওটা বাবা কিনে দেবে ,
তুমি এনো শুধু চাকু !


আচ্ছা কাকু ,
কেকের উপর নাম লেখে কেন ?
হয়নাকো বোধগম্য !
দাম বেশি হ'লে , হয় বুঝি কেকে
মিষ্টির তারতম্য ?


তুমি কাকু , এসো হাতটি দুলিয়ে
কবিতা তোমার নিয়ে।
ভালো থাকি যেন করিও আশিস
মাথায় হাতটি দিয়ে ।


তুমি কাকু বোঝো , সত্যি কথাটা
আর বুঝি শুধু আমি !
গিফটটা তোমার আমার বিচারে
সবচেয়ে ছিল দামী !!! "