সকালে কাগজে প'ড়ে আমাদের তিনি
বললেন , ' এই শোনো ,চলো যাই , কিনি
হ্যাপি ভিলা কমপ্লেক্স - উল্টোডাঙায়
শুনেছি তো ওখানেতে সব বাস যায় ;
গোদরেজ প্রকৃতিতে সতেরো তলায়
বিকোচ্ছে নাকি ফ্ল্যাট অতি সস্তায়
হাজার স্কোয়ার ফিট -- সঙ্গে টেরাস !
আলো জল সারাখন ফ্রি তে বারোমাস !
গলা-উঁচু পাঁচিলেতে চারিদিক ঘেরা ,
গেটে আছে কড়াকড়ি সদাই পাহারা ।
সিকুরিটি শুনেছি তো একেবারে পাকা
লন আছে ঘাসে ঢাকা , গাছ পাখি-ডাকা;
মাটির গন্ধ পাবে এই বর্ষায়
সবুজের সমারোহ যত চোখ যায় !
গুল্মেতে প্রজাপতি করে উড়াউড়ি ,
সিঁড়ি ভেঙ্গে ছাদে যাও , ওড়াও না ঘুড়ি ।
ছাদের উপরে পাবে সুইমিং পুল ও
কাটিনি সাঁতার সেই কত দিন হোলো !
রোববার যদি আসে বন্ধুরা কোনো
কিছুতে হেঁসেল নয় ! ভালো করে শোনো ।
দিয়ে দিও ডোমিনোতে পিজার অর্ডার
রোজকার ডাল ভাত আজ নয় আর !
বাঙালী আহার তারা যদি খেতে চায়
নিয়ে যেও তবে ' ভজ. হরি মান্নায় '
' ষোলো আনা বাঙালীতে ' যাওয়া যেতে পারে
' হ্যাংলা হেঁসেল ' আছে রাস্তার ধারে ।
কিংবা ' ভুতের রাজা . দিল বর ' আছে
ফ্ল্যাট থেকে নেমে বড় রাস্তার কাছে ।


যাই হোক্ , সেই দিন পুরোপুরি ছুটি
হেঁসেলেতে আমি দেবো চাবি মোটামুটি ।


আনোয়ার-সাহ-মোড়ে .মল যে রকম
এখানেও আছে ঠিক -- তাও কী বা কম !!
এক দিন , সালোয়ার কামিজটা প'রে
যাবো ঠিক সন্ধ্যায় আই টেন চড়ে ।
প্যান্টালুনেতে যাবো , যাবো স্পেনসারে
স্টপার শপেতে যাবো হাতখানি ধরে ।
বেশি কিছু খসাবো না পকেট তোমার
দেখো , শুধু দেখে যাবো খালি চারধার ! '


এইসব শুধু সাধ !!-- ক্ষতি নাই কোনো
ভাবতে তো পয়সাটা লাগে না কখনো ।।