পচপনে পা দিলো , বচপনা যায় নি ।
বড়দের কানমলা কখনো কি খায় নি ?
নেড়ে দিত ইস্কুলে বন্ধুরা ঝুনটি !
কেঁদে কেটে একসা , সেই ছোটো বুনটি !!


দিদিমণি বলতেন , ' চুপ্ ছিঁচ্ কাঁদুনী !
কাঁদলে আবার ফের , চকলেট দিবুনি !
চোখ মোছো এক্ষুনি , গিলে ফেল কান্না ।
বেয়াদপি বড় দিদি একেবারে চান না !'


মনে পড়ে ছেলেবেলা, সেই সব গল্প ।
বুঝবে না তোমরা তো , বয়স যে অল্প !!
কখন সে বড় হল , ছিল সেই ছোটোটি !
সংসারে নাড়তো না কক্ষণো কুটোটি !!


রান্নাবাটির খেলা, পুতুলের সাদি-বে !
এখন তো দুই মেয়ে , বিয়ে দিতে হবে যে !!
এখন তো সর্বাণী এক পাকা গৃহিণী ,
চিনতেও পারবে না , ভাববে বা কে উনি !!


পচপনে পা দিলেও বচপনা যায়নি ।
কবিতা পেয়েছে তাকে , বয়সে তো পায় নি !!