সকাল হলেই ঠিক
উড়ে আসে দু-দুটো শালিখ ।
সকাল হলেই ঠিক
আমাদের জানালায়
কলরব ক'রেএসে যায়
এক ঝাঁক রোদ
আর ঐ দুটি বিহগ জোড়ায় !!


একটার পা-টা কাটা
দু-পায়ের পাতা দুটি নাই
দাঁড়াতে পারে না তাই ঠিক !
যেমনটি দেখি এ শালিখ !


আমি ভাই , দেখিনি কখনো
অত প্রেম মানুষে মানুষে
যখন ই দেখি, আহা!
সারাখন কাছটিতে ঘেঁষে
সারীটিকে দেখি তার পুরুষের সাথে !


ভাবি আমি ,
কোথায় ঘুমোয় ওরা রাতে !
এই বর্ষায়
সারাদিন কোথায় বা যায় !
খাওয়ার সময় এসে খায়
এসে বসে জানালায় !


ঐ যে ওখানে রাখা
ম্যাডামের সিন্থাসাইজার --
ওখানেই সাজানো রয় ওদের আহার !!
না পেলেই কিচির মিচির
চেঁচামেচি শুরু হয়ে যায় !
গৃহিণী যখনি ঐ যন্ত্রটি বাজায়
তেনারাও তেনাদের রাগিনীটি গায় !!


সকাল হলেই ঠিক
উড়ে আসে ও দুটো শালিখ ।
সকাল হলেই ঠিক
আমাদের ঐ জানালায় ---