এসেছে এক-- পয়সা লোটার
বড়লোকী খুড়োর কল !!
সব শহরে দেখতে পাবেন
একটা- দুটো শপিং মল ।
'একটা কিনুন দুইটা পাবেন--'
লোভ দেখানো কতই ছল !
মাঝধনেরা এতেই ভোলেন
ভাবেন ,
স্ট্যাটাস রাখার এটাই চল !


তাই দেখবেন ,
রোববারে বা ছুটির দিনে
ব্যাগভর্তি জিনিস কিনে
গিন্নি চলেন হাত দুলিয়ে
কর্তা সাথে -- এটাই বল !
বৌকে চটান, অশান্তি চান
সংসারে আজ কোন্ পাগল ?


কর্তা বলেন , বুক ফুলিয়ে
পকেটে কার্ড -- তাই অটল !
আইবুড়ো ভাত খাওয়ার পরেই
ইহাই তো ভাই আসল ফল !!
যতই দেখান বাইরে হাসি
ভিতরে তাঁর চোখের জল !!


কর্তামশাই শিষ্ট অতি --
করতে খুশি গিন্নিকে
দুই হাতেতে খরচ করেন
ঘেন্না ক'রে ঝেড়েই ফেলেন
শিকনি ভাবেন সিন্নিকে !!


পয়সা আসে পয়সাও যায়
গিন্নি কি আর যায় পাওয়া
মন পাওয়া কি সহজ কথা
হচ্ছে পকেট হোক্ হাওয়া !


মুখ বুজে তাই সইতে থাকেন
খুলেই রাখেন জলের কল !
বাইরে যবে হাসির ছটা
ভিতরে তাঁর চোখের জল !!


দু-হাজারে শার্ট বা টী-শার্ট
একটা কিনে দুইটা পান
গিন্নি বলেন , শস্তা এমন !
এইটে সুযোগ ! আর কি চান ?


কর্তা ভাবেন এবার বুঝি
খুললো তাঁহার প্যান্টালুন !
গুটি গুটি হাঁটেন পিছে
দু-হাত জোড়া - মুখটি চূন !


ভয় পেয়ে যান গিন্নি আবার
চলেন যেথা শপারস স্টপ !
ধপ ক'রে তো বসেই পড়েন
- এবার ছবি সিওর ফ্লপ !!


এটিএমে -- এবার ঢিমে !
আর বুঝিবা টংকা নাই !
খাইতে হ'লে সারাটা মাস
হাজার দশেক বটেই চাই !!


হস্ত জুড়ে বলেন তিনি ,
-- গিন্নি , এবার করুন স্টপ !
ছাড়ুন পিজা ,চিজ বার্গার !
প্ল্যানটা ছাড়ুন হেথায় খাবার !
চলুন দেখি ট্যাক্সি চড়ে
যাই ফিরে যাই এবার ঘরে
পাড়ায় না-হয় শস্তাদরে
খাইয়ে দেবো আলুর চপ !!