পুষ্পকলিকা শ্যালিকাটি মোর
মনবাগিচার মল্লিকা ।
এখনো তেমনি আগুনের শিখা --
মনে বেঁচে আছে কণীনিকা !!
বয়স তো তাকে ছুঁতে পারেনিকো
আমাদের ভয়ে থাকে দূরে !
স্বামিটিকে তার হিংসে ই করি,
বুকে পোকা খায় কুরে কুরে !!


বছর গড়ায় গায়ের উপর
চামড়া মোদের কুঁচকায় ।
শ্যালিকার স্কিন সেই টান টান
পিলসবেরি আটা বুঝি খায় !!
চক্ষুতে তার চশমা বসেনি
দূরে কাছে দেখে পষ্টো ,
আগের মতই স্পষ্ট কথায়
আজো নেই তার কষ্ট ।
স্বামিটিকে সে তো চিরটা কালই
আসামী বানিয়ে রেখেছে ।
মেয়ে দুটো তার মণি চক্ষুর
তাদের চোখেই দ্যাখে সে !
আগের মতন আছে হাসিখুশী
থাকুক কষ্ট শরীরে ।
চিরটাকালই মনে গেঁথে রাখি
আমার প্রবীণা পরিরে !!