ভারত মাতা সেদিন নিজের বর্তমান অবস্থার কথা ভেবে নিজের মনে স্বগতোক্তি করছিল , বলছিল--
" ছুঁয়োনা ছুঁয়োনা বঁধু - ঐ খানে থাকো !"
মুখোশে ঢেকেছো মুখ - তাই ই ঢেকে রাখো !!
ঘোমটা টানিয়া যাও মুখখানি 'পরে ।
পেছনের পরিধান উঠুক উপরে !!


তার উপরে, এই দুর্দিনে বড় ছেলের " মৃচ্ছকটিকের ' বায়নার কথাটা শুনে মনে মনে একটু রাগ ও হোলো তার। একটু বকাবকি করলো ।
বলল --


বলিছেন গুণীজন যে যাঁহার মত --
জিডিপি গ্রোথের মুখ লাজে অবনত ;
এদিকেতে সংসার সামলানো দায় !
উনি কিনা এসময়ে লাক্সারি চায় !!


এদিকেতে করোনাতে বেহাল ভারত
আব্দার তবু চাই - 'পুষ্পক রথ' !!
গরিবের ঘোড়া রোগ - দাম মোটামুটি
শুনছি তো করিবন আট হাজার কোটি !
দেখিতেছি নাই তার, লাজের বালাই
এটা চাই ,ওটা চাই ! বড়ো বেশি খাঁই !


বুঝিলাম , পড়িয়াছে ট্রাম্পের ছায়া !
তাই বুঝি হইয়াছে এমন বে-হায়া !!