আমি যদি নাড়ি ন্যাজ , তুমি হেসে হও খুন !
আমি শালা গেঁয়োলোক ! তুমাদের কত গুণ !!
তুমি নেতা - সাংসদ ! আমি তাই পা চাটি !
তুমি চোখ রাঙালেই , লাগে দাঁত কপাটি !


হাত তুমি একবার জুড়েছিলে সে-বারে !
ভিখ্ মেগে ভোট  নিতে এসেছিলে দুয়ারে !


আমার গলায় ছিল বাঁকুড়ার গামছা ;
মুড়ি টুড়ি খাচ্ছিনু , নিলে এক খামচা !
বললে তো , ' ভেদ নাই , তোমাতে ও আমাতে '
বুঝিলাম , ' আসিয়াছ ভোট কিছু কামাতে । '


আমি হনু মুখ্যু , তুমি সবজান্তা !
তুমি খাও বিরিয়ানী , আমি খাই পান্তা !


ভোট যেই চলে গেল , তোমার কী মূর্তি !!
আমি সেই ভুখা পেট ! তুমি কর ফুর্তি !!
বললাম জোড়োহাতে , ' মনে আছে আমাগো ? '
তুমি বল , ' কে রে তুই ? এখানে কি ? যা , ভাগো !! '


তুমি কও , আমি নাকি 'শুয়ারের বাচ্ছা !'
তুমি মোর 'মাই বাপ ' ! যা বলেছো ! আচ্ছা !!


তুমি আজ কত্তা তো , আমি তাই কুত্তা !


কিন্তু ! জেনে রেখো ,
ভোট যদি না দিতাম , তুমি হেরে ভুট্টা !!