পাখির জন্যে কান রাখলাম
ফুলের জন্যে নাক;
ঘাস বললো , আমায় দ্যাখো !
চোখটা নাহয় থাক্ !
বলল আকাশ দেখবে কিসে
কেমন সেজেছি ?
সাগর বলে , চোখের জলে
আমিও ভেসেছি !
পাহাড় বলে , সবচে' ভালো
চুপটি ক'রে থাকি ।
সব তো দিলে উইল করে
রইল কী আর বাকি !
আচ্ছা !
বানের জলে এসেছে কি
রাখলে না যে বড়
ওই মেয়েটার জন্যে কিছু ,
বিচার কেমন তরো ।
আমাকে দ্যাখ্ - দেখেই তো শেখ
থাকতে উদাসীন !
তৃণে চরুক উচ্চিংড়ে ,
লবন জলে মীন !!
আপাততঃ
পাখির গানে কান রেখে দাও
কুসুমবাসে নাক ।
এই গরমে বোতাম খোল
বুকটা আরাম পাক ।।