আফগানিস্তানের সঙ্গে ভারতের ওয়ার্লড কাপের খেলা চলছে । যখন লিখছি লেখাটা , তখন চৌঁত্রিশ পয়েন্ট দুই ওভারে ভারতের স্কোর চার উইকেটে একশো আটচল্লিশ। ধোনী তেইশ বল খেলে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাত্র আট রান কুড়িয়েছে । ধোনীর সাদাজুলফি তার কানে কানে ফিস ফিস করে কি যেন বলল । বয়স বাড়ার কথা কি ? আজকাল উইকেট কিপিঙ্গের সময় ও হাত ফসকে তার বল বেরিয়ে যায় ।হেলিকপ্টারটা ভাবছে পাণ্ডিয়াকে দিয়ে দেবে । এখন আর আগের মত ওড়াতে পারে না ।
পদ্য লেখার ইচ্ছে হোলো । তাই লিখলাম--


সম্মুখ  সমরে আসি সাউদাম্পটনে
বিরাট বাহিনী যবে ভাবিলেন মনে
সহজে জিতিয়া যাব অষ্টাবিংশ ম্যাচ ,
আশায় ঢালিল জল রোহিতের ক্যাচ !
সমাপ্তি ঘটিল তার সপ্তম বলে
গুটাইয়া পুচ্ছ তিনি যাইলেন চলে ।
প্যাভেলিয়ানের পানে করিলেন ব্যাক ।
আফগানী সাপোর্টার মারিলেন প্যাঁক !!


সেই ক্ষণে কোহলীর হইল সন্দেহ
বাঁচাইলে বাঁচাইবে, না পারিলে কেহ ;
উঠিলে ভারতে যবে রব ' ত্রাহি ত্রাহি '
আসিতেন পূর্বতন ক্যাপ্টেন মাহি !


বিরাট কি ভাবিলেন , ' করিলাম ভুল ?'
মাহি হেরি রয়েছেন পূর্ববৎ cool !!
কোথা আজ তার সেই হেলিকপ্টার
'ঠুক্ ঠুক্ 'করি' বলে করিছে প্রহার !!


শর্ট রান তুলিবারে আগ্রহ সে নাই !!
চেষ্টায় ত্রুটি হেতু এক্ষণে তাই
নিশ্চিৎ রান-আউট যাদবের ছিল ,
ভারতেরে এ যাত্রায় আল্লা বাঁচাইল ।


হইল না শিক্ষা তবু বিরাটের দলে
ধোনীর ইনিংস শেষ রসিদের বলে ।
অর্ধশতাধিক বলে অষ্টাবিংশ রানে
যেথা হতে আসিলেন ,গেলেন সেখানে ।


তবু ভাল , দলে ছিল যাদব কেদার
এবং ,
বর্ষিলেন ভগবান দয়া কিছু তাঁর !
দুইশত পঞ্চবিংশে ভারতের ইতি ।
কিছুই যায় না বলা ক্রিকেটের রীতি ।।


এই পর্যন্ত লেখার পর আফগানীদের আক্রমনের কথা আর লিপিবদ্ধ করবার সাহস হয়নি । বুঝিয়ে দিল , তারা ভারতে হিং বেচতে আসে নি । সাউদাম্পটনে তারা ও ওয়ার্লড কাপের খেলা খেলতে এসেছে । ম্যাচটা অবশ্য পুরোটাই দুরুদুরু বুকে 'এই হারে ,ঐ হারে ' ক'রে দেখেছি । খুব গর্ব ছিল , ও আফগানিস্তান তো , ওরা আর কি খেলবে ?
শিক্ষা হোলো তো ?
জিতেছো ঠিক ই !! তবু , মনে রেখো !!