গভীরতা


যদি আকাশ ছুঁতে বলো
উড়ে যাবো পাখি হয়ে
ডানা দুটো তোমার খুশির আলোয়
ঝলমল করবে সেইদিন।
ভর করে তোমার ভরসায়
দুর্গম পথ পাড়ি দিতে
ভয় হয় না আর,
জলের মতো তরঙ্গ নাই বা থাক
সরলতার ছোঁয়াটুকু ধরতে গিয়ে
খুঁজে পেতে চাই না চঞ্চলতা।
যদি বলো মেঘে ঢাকা তারাগুলো
আবার ফুটিয়ে তুলতে
বৃষ্টি হয়ে ঝরে যাবে
পুঞ্জীভূত যত ব্যথার মেঘ।
আকাশের সাথে অনেক মিল তোমার
গভীর তোমার মনের মতো নীল আকাশটাও।