শিউলি ফুলের বিছানায়
ঘুমোব বহুদিনের শখ।
ভ্রমররা গুণগুণ করে
গেয়ে যাবে কোনো
অচেনা সুর
প্রজাপতি ঘুরে বেড়াবে
নেচে নেচে
তখন সেই অচেনা কথা
বুঝতে বুঝতে
এক হয়ে যাব
কচি পাতার সাথে।
বৃষ্টি ভেজা মাটি
ভরে উঠবে সোঁদা গন্ধে
ভোরের আলোয় শোনা যাবে
কিচিমিচি সব গান।
পাড়ায় হয়ত একটি দুটি
শাঁখ বেজে উঠবে।
আমার কিন্তু ঘুম
ভাঙে না---
শিউলি গাছের তলায়
শুয়ে থাকি নিশ্চিন্তে।
শিউলি ফুলের বিছানায় নয়--
শিউলির চাদর মুড়ি দিয়ে।