দুর্ঘটনা
গণধোলাই
বচসায়
কৌতুহলী লোকের ভিড় জমে
যেন জমে উঠা কোনো উপভোগ্য খেলা l
কেউ কেউ মোবাইল উঁচিয়ে রাখে
কেউ দেখে মনোরম দৃশ্য
আবার কেউ বা এগিয়ে আসে পরিত্রাণে l
উঁকি মেরে দেখার দুঃসাহস বা সহ্যশক্তি
কোনটাই নেই তোমার l
নেই বলেই ফায়ার ব্রিগেডের সাইরেন শুনলে
এখনো তোমার পিলে চমকায় l
হাতড়ে ফিরো প্রিয়জনের নম্বর l


করোনা মহামারীর গল্প
অক্সিজেন স্বল্পতার গল্প
লাশ ভেসে আসার গল্প  
ইসরায়েল প্যালেস্টাইনের বোমাবাজির গল্প
এরূপ হাজারো ট্র্যাজিক গল্পের স্ক্রিপ্ট তুমি
ইচ্ছা থাকলেও পাল্টে দিতে পারনা l
পারনা বলেই অসহায়ের মতো দুঃখ প্রকাশ অথবা
কাপুরুষের মতো দোষারোপ ছাড়া
তোমার আর কিছুই করার থাকেনা l
যদিও এখানে সুখ এবং দুঃখ একান্তই ব্যক্তিগত
তবুও সহানুভূতি ও শুভেচ্ছা বিনিময় অনেকটাই সর্বজনীন
তা হোক আবেগতাড়িত বা রঞ্জিত অথবা অতিরঞ্জিত !