আমি খুলে ফেলি বোতাম
কবিতার কাছে নতজানু আমার অনাবৃত শরীর
হাত বাড়াও জলদেবী - প্রণয়নী
এক অপ্রস্তুত ক্ষণে
তুমিই একমাত্র আরাধ্যা
পোড়া ক্ষতে খুঁজে পাই অদ্ভুত পরিত্রাণ


কবিতায় ভেসে যাওয়া নেশা
হাতছানিতে ডাকে সে কোন অজানা দ্বীপ --


গোধূলির আভা
শ্রাবণের গ্রাম্যতায়
তীব্র হতে থাকে মনসা গীত
বীর্য শাসিত চাঁদ সওদাগর
ভেঙে ভেঙে যায় তার বিম্বিত জলছবি ----