ঊনত্রিশ বসন্ত পারাপারের পর
চৌমুহনীতে এসে দাঁড়াই
নির্বাক পথিকের মতো
প্রদর্শিত সব সাইনবোর্ড
রোদ প্রদাহে
হারিয়ে ফেলেছে  জৌলুস
গ্রন্থি চুঁইয়ে চুঁইয়ে পড়ে জল —
পাঠোদ্ধার করতে পারনা
মানচিত্র ঘিরে থাকা জাল—
ধ্রুবতারা মাথায় নিয়ে
যে পথে তোমার হেঁটে যাওয়া
তা নিছকই  আত্মহত্যার