পার্কের ভেতরে ঢুকে পড়ে
কোনো এক বিকেলের  
রোদের পরশ লাগা চাঁদ
নিছক বন্ধুত্ব আর আলাপচারিতার পর
সালোয়ারে লেগে  থাকা
শরীরী গন্ধের
টুকরো কথাগুলি  
দুই হাতে ভরে নিই বুক পকেটে --
সন্ধ্যার ফেরি করা চায়ের  কাপে  
চুমুক দিই
শেষবারের চুমুকে  
লুটোপুটি জ্বলে ওঠে
                দুষ্ট নিয়ন


শহুরে ভিড়ে
হারিয়ে যাওয়ার ভয়ে  
চেপে ধরি তোমার নরম হাত
গলে পড়ে জমাট সব ক্ষুধার্ত চাঁই
অলৌকিক নদীর মত--
যার নগ্ন ছায়া শরীর
আমাকে আজও বাড়ি ফিরতে দেয়নি--