কথা কষিয়ে কষিয়ে রান্না হতে থাকে •••
উপচে ঢালা হয়  তেল l ফোড়ন l যাবতীয় মশলাপাতি l
ফুটতে ফুটতে শুকিয়ে যায়
যা কিছু বাকি ছিল জল
সমৃদ্ধ আহারে যে বরাবর আমার বদহজম হয়
তা তোমার অজানা নয়
অজানা নয়  বদহজমজনিত  আমার অম্ল বমির কথা
যা তোমার হাতের কাজকে দ্বিগুণ করেছে বহুবার
তার চেয়ে বরং তুমি আমায় দুবেলা দু-মুঠো
                                        পান্তা ভাত দিও