অসুস্থ সময় ভর করে আছে শরীর
বর্গীর মত বুকে শূন্যতার টহল
মাঝে মাঝে বৃষ্টি এসে গেয়ে যায় ঘুম পাড়ানির গান
বৃষ্টি হলে আমি সবসময়'ই মরার মতো ঘুমাই
অথচ ইদানিং মরার মত পড়ে থাকি শুধু
স্ত্রীর আপত্তিতে বাতি নেভানো থাকে বলে
অন্ধকারে ডুবে থাকি
দূরদূরান্ত থেকে ভেসে আসে ব্যাঙের শীৎকার
মিলনের গান
অথচ বহুদিন যাবৎ আমার কোন খিদে নেই  
রুচি নেই
ঘ্রাণ শক্তি নেই
নেই নেই আরও কত কি যে নেই
                           তার কোন ইয়ত্তা নেই