প্রেমের পথে বাধা, হৃদয়ে জ্বলে অগ্নিশিখা
সমাজের শৃঙ্খলে বাঁধা প্রাণ কাঁদে নিশি-দিবা
পিঞ্জরে বন্দি পাখি যেন, স্বপ্ন দেখে উড়িবার
স্পর্শের তৃষ্ণায় কাতর, চুম্বনে চায় বাঁচিবার

প্রেমের পথে বাধা, হৃদয়ে জ্বলে অগ্নিশিখা

যুগল মিলন আশায় প্রাণ কাঁদে নিরবধি যা
প্রেম লুকায় অন্তরালে, যেন চাঁদ জলের তলে
অন্ধকারে হাত বাড়ায়, খোঁজে আলো নিরন্তরে
পতিতার কোলে ঝাঁপায়, যেন মৃত্যুর দোলায়
অপূর্ণ প্রেমের জ্বালায় দগ্ধ হয় যৌবন প্রায়
জীবনের স্বাদ পেতে বিষ পান করে সদা

প্রেমের পথে বাধা, হৃদয়ে জ্বলে অগ্নিশিখা