বঙ্গবন্ধু, তোমার মূর্তি পারে না দাঁড়াতে
ভগ্ন পদতলে দেশের মাটিতে,
স্বাধীনতার স্বপ্ন যে ছিল অমলিন
আজ তা কলুষিত কালিমালিপ্ত হাতে।

তোমার কুটির যা ছিল প্রেরণার নীড়
আজ তা ধ্বংসস্তূপে পরিণত,
ইতিহাসের পাতায় রক্তাক্ত অক্ষরে
লিখিত হল বাঙালির অপমান অকথিত।

তোমার আদর্শ যে ছিল উন্নত শিখর
আজ তা ধূলিসাৎ অন্ধকারে,
স্বাধীনতার সূর্য যে উঠেছিল উজ্জ্বল
আজ তা ডুবে গেল ঘৃণাবীজের তলোয়ারে।

তবু জানি, এই অন্ধকার চিরস্থায়ী নয়
আলোর বীজ রয়েছে মাটির গভীরে,
তোমার স্বপ্ন আবার জাগবে নবীন প্রভাতে
বাঙালির হৃদয়ে, বাংলার প্রতি ঘরে।

বঙ্গবন্ধু, তোমার মূর্তি পারে না দাঁড়াতে
তবু আছ হৃদয়ে হৃদয়ে।