আজও কি তবে এ দেশ
নারীর জন্য নয় নিরাপদ আবাস?
ফুটপাতে শুয়ে থাকা কুকুরছানা যেমন
ভয়ে ভয়ে দেখে চারপাশ,
তেমনি কি দেখবে নারী
ভয় আর সংশয়ের ছাইপাঁশ?
ঘণ্টাখানেকের আত্মীয় যেমন
শুধুই আসে কিছু নিয়ে যেতে,
তেমনি কি সমাজের চোখে
নারীর স্থান শুধু নিতে?
বিয়েবাড়ির ভোজের শেষে
পড়ে থাকে শুধু শূন্য থালা,
তেমনি কি নারী জীবন
শুধু বঞ্চনা আর জ্বালা?
টিফিনের কৌটোয় লুকানো প্রেম
আজও কি শুধু স্বপ্নে রয়,
বাস্তবে শুধু লাঞ্ছনা আর
অসহায়তার ভয়?
রোজ রাতে দেখা স্বপ্ন যেমন
ভোরের আলোয় ফিকে হয়,
তেমনি কি নারীর নিরাপত্তা
শুধু কথার কথা রয়?
গণিত স্যারের চোখ রাঙানি
নাকি সমাজের বঞ্চনা,
আজও কি শিশু আর নারী
সহিছে শুধু লাঞ্ছনা?
হারিয়ে যাওয়া ঘুড়িটা যেমন
আর ফেরে না হাতে,
তেমনি কি নারী স্বাধীনতা
হারিয়ে যাবে আঁধারেতে?
বারান্দার টবে মরে যাওয়া গাছ
নাকি শুকনো গোলাপের গন্ধ,
আজও কি এ সমাজে নারী
শুধুই এক নীরব ছন্দ?
চিঠি লেখার অভ্যাস যেমন
হারিয়ে গেছে স্মৃতির অতলে,
তেমনি কি নারীর অধিকার
হারিয়ে যাবে কোনো এক ছলে?
শীতের সকালের নরম রোদ
নাকি বসন্তের কোকিলের গান,
নারী কি পাবে না এই দেশে
শান্তি আর স্বস্তির স্থান?
পুরনো কবিতার বই যেমন
ধুলোয় পড়ে রয় অবহেলে,
তেমনি কি নারী জীবন
ব্যর্থ হবে এই খেলার ছলে?