সাগরকূলে জাগে
কুয়াকাটার প্রভাত, সোনালি আলোর রাগে।
পূর্ব-পশ্চিম দুই দিগন্তে সূর্য ওঠে-নামে,
অরুণ-কর স্নান করে নীল জলের ধামে।
বালুকাবেলা জেগে ওঠে রক্তিম আভায়,
কোমল ঢেউ চুমু খায় তীরের বালুকায়।
জেলেদের তরি ভাসে নীলাম্বুর কোলে,
বিহগ গাহে সুরে, নারকেল পাতা দোলে।
সন্ধ্যা নামে ধীরে
গোধূলির রঙ ছড়ায় আকাশ-সমীরে।
লাল-কমলা-বেগুনি রঙে সাজে মেঘমালা,
পশ্চিম দিকে সূর্য নামে, শেষ হয় বেলা।
স্বর্ণালি জল কাঁপে যেন অগ্নিশিখা জ্বলে,
মেঘের ভেলা ভেসে যায় রঙের হিল্লোলে।
নারকেল গাছের ছায়া পড়ে জলের 'পরে,
সন্ধ্যাতারা উঁকি দেয় নীল আকাশ ধ'রে।
বেলাভূমি জুড়ে
শঙ্খচিল ডানা মেলে উড়ে যায় দূরে।
জেলেদের ডিঙি ফেরে দিবসের শেষে,
মৎস্যগন্ধী বাতাস বয় উপকূল দেশে।
ক্ষীণ আলো মিলিয়ে যায় সাগরের বুকে,
রাত নামে কুয়াকাটায় তারাখচিত মুখে।
দু'বেলার এই লীলাখেলা, প্রকৃতির দান,
মুগ্ধ করে মানবেরে, জাগায় নব প্রাণ।