মৃত্যুর বেদনা দাঁড়িয়ে আছ তুমি
ভুলে গেছ আমি নেই — দেহে নেই
শূন্যতায় বেঁচে আছি যত্নে
মেঘের আড়ালে সূর্য হাসে —
আমার ছায়া তুমি খুঁজে বেড়াও
জলরাশি বালির কাঁধে
নদীর স্রোতে আমি ভাসি
স্মৃতির ঢেউয়ে সময়ের খেলা —
মৃত্যু নেই আমি আছি
শুধু তোমার মনে আমি বেঁচে আছি
অন্ধকারে সঙ্গী তোমার
ভাসমান শব্দ বাতাসের গান
মৃত্যুর পরে আমি স্বপ্নে —
দেখো আমি আছি তোমার পাশে
দাঁড়িয়ে আছ তুমি আমি নেই কিন্তু আছি