চিতার আগুনে জ্বলছে আমার দেহ,
কালের গর্ভে মিশে যাচ্ছে প্রাণ।
এই শেষ মুহূর্তে, হে বিধাতা,
শোনো আমার অন্তিম প্রার্থনা।
রক্তাক্ত যুদ্ধের মাঠে দাঁড়িয়ে,
দেখি আমার সাম্রাজ্যের পতন।
কী ভুল করেছি, কোথায় হারালাম?
এখন শুধু অনুশোচনা আর ক্রন্দন।
আমার পাপের বোঝা যেন না হয়
ভবিষ্যৎ প্রজন্মের কাঁধে ভার।
মুছে দাও আমার নাম ইতিহাস থেকে,
কিন্তু রেখে যাও আমার শিক্ষা অপার।
হে কালের দেবতা, করুণা করো,
আমার সন্তানদের দাও আশীর্বাদ।
তাদের জীবনে যেন না আসে
আমার মতো অহংকার, লোভ, প্রমাদ।
এই শেষ নিশ্বাসে চাই শুধু একটি বর,
আমার ভুল থেকে যেন শিখে সবাই।
ধ্বংস করো আমার অহমিকা,
কিন্তু আমার দেশকে বাঁচতে দাও, হে ঈশ্বর।