যদি জানে কেউ, কতটুকু ঢেউ,
পেটে লাগে টান,
বাজারের থলি, আজো খালি খালি,
খোঁজে পরিত্রাণ!

যদি জানে মন, কত শত ক্ষণ,
চুলোয় না জ্বলে,
শূন্য এ হাঁড়ি, ভাতের কাঙালি,
চোখের জল ফেলে।