সকল শক্তি ও দুর্বলতা এক অদৃশ্য নদীতে মিশে যায়...
মৃত্যুঞ্জয়ী বৃক্ষের ছায়ায় দাঁড়িয়ে
কিছু স্বপ্ন রয়ে গেল অনাগতের,
শুধু এই – ক্ষমতা ও দুর্বলতার মাঝে সেতু বাঁধা।
অহংকারের বিষাক্ত ফলের স্বাদ,
শুধু এই – দুর্বলতায় জন্ম নেয় ঘৃণা,
জীবনের পথে যত বাধা থাক,
মানবতা জয়ী হবে তবু।