— ভয়ের খাঁচায় বন্দি মানুষের দল,
   স্বাধীনতার স্বপ্ন তাদের অচল।
— অচল? নাকি তারা নিজেরাই অসহায়?
   মরীচিকার পিছে ছুটে নিজের ছায়া হারায়।
— ছায়া নয়, ওটা তাদের অস্তিত্বের প্রতিবিম্ব,
   যা মুছে যায় ক্ষমতার কুহকী নিম্ব।
— নিম্ব? তুমি কি বলছ এটা তিক্ততার ফল?
   না, এটা তো মধুর প্রলোভন, মনের ছল।
— ছল নয়, এটা জীবনের কঠোর বাস্তবতা,
   যেখানে ভয় হয় মানুষের একমাত্র সত্যতা।
— সত্যতা? কিসের সত্যতা? ভ্রান্তির মরুভূমি?
   যেখানে স্বাধীন চিন্তা হয় অবলুপ্তির ভূমি?
— ভূমি নয়, ওটা তাদের মনের অন্ধকূপ,
   যেখানে ডুবে যায় স্বাধীনতার স্বরূপ।
— স্বরূপ? কোথায় স্বরূপ? শুধুই তো ছদ্মবেশ,
   যা ধরিয়ে দেয় ক্ষমতার নেশা অশেষ।
— নেশা নয়, ওটা তাদের অস্তিত্বের যন্ত্রণা,
   যা থেকে মুক্তি পেতে করে অধীনতার বরণা।
— বরণ করুক তবে এই অন্ধ নিয়তি,
   কিন্তু জেনে রাখুক, এটাই তাদের ক্ষয়িষ্ণু গতি।