লাল লাল সব রক্তিম আকাশ তলে
ভীত জনতা কাঁপে যেন শীতের শিশিরে
দুর্গের প্রাচীর ওঠে বন্দি সবে করে
কাঁটাতারের বেড়া দেয় মনের গভীরে
নিরাপত্তার ছলে

রাজহংস হয়ে যায় পঙ্গু পাখি
স্বাধীনতা বিনিময়ে শৃঙ্খল বরণ
অন্ধকারে ডুবে যায় জ্ঞানের দীপন
মরীচিকা সত্য হয় মিথ্যা আচরণ
সহজ হয়ে থাকি