মৌর্য সম্রাট অশোক
যুদ্ধের রক্তে ভেসে গেল যবে
কলিঙ্গ নগরীতে শোক।
ধর্মের আলোকে জাগিল হৃদয়,
বৌদ্ধ শান্তির বাণী পেল জয়,
স্তম্ভে স্তম্ভে লিখিলেন নিজ
অনুশোচনার শ্লোক।
প্রাসাদ প্রাঙ্গণে জ্বলিত মশাল
রাত্রির আঁধারে জ্বলে,
রাজকন্যা সংঘমিত্রা আসে
নীরবে, চরণে নূপুর বাজে,
বুদ্ধের মূর্তি প্রণাম করিতে
পদ্মফুল করতলে।
পিতার আদেশে বোধিদ্রুম শাখা
লঙ্কায় রোপণ তরে,
সাগর পাড়ি দিল কন্যা তার
ধর্মের বার্তা বহন করিবার,
অহিংসার দীপ জ্বালাতে দ্বীপে
অন্ধকার দূর করে।
কালের প্রবাহে বদলায় রাজা,
বদলায় ধর্মের ধারা,
কিন্তু থাকে সেই মানবতার
অক্ষয় বাণী, প্রেমের পারা,
যুগে যুগে জাগে নতুন আশা
নতুন আলোর সাড়া।