বৃষ্টির ফোঁটায় আমি, মেঘের গর্জনে,
শহরের কলরবে, মেট্রোর ঝংকারে।
খুঁজো না কবরে আমায়, নেই সে বর্ণনে,
আমি তো বেঁচে আছি প্রতিটি আঁচড়ে
যা রেখে গেছি তোমার হৃদয়-অঙ্গনে।
ফুটপাতের ফাটলে, ভাঙা বিজ্ঞাপনে,
গ্রাফিতি-আঁকা দেয়ালে, ট্রাফিক সিগনালে,
আমার অস্তিত্ব আজও ছড়িয়ে সকালে।
কাঁদতে এসো না তুমি, শুধু দেখো চেয়ে -
আমি তো মরিনি কভু, আছি সব ঠাঁ'য়ে।