জলের ঢেউয়ে ভাসে আমার হৃদয়,
তোমার চোখের নীলে ডুবে যাই।
শাড়ির আঁচল খুলে ফেলি দূরে,
মুক্ত কেশে বাতাস নাচে সুরে,
নদীর কোলে আমি হই বিলীন।

চাঁদের আলোয় স্নান করি আজ,
তারার ছায়ায় লুকোচুরি খেলি।
তোমার স্পর্শে সব বাঁধন টুটে,
আমি হই এক অজানা পাখি,
উড়ে যাই আকাশের নীলিমায়।

কলসী ভরা জল ঢালি গায়ে,
প্রতিটি ফোঁটায় তোমার নাম লেখা।
ভিজে যায় আমার সব অহংকার,
গলে যায় সমাজের সব শৃঙ্খল,
তোমার প্রেমে আমি হই নির্মল।

নদীর তীরে বসে আছি একা,
তোমার আসার প্রতীক্ষায় প্রহর গুনি।
হাতছানি দেয় দূরের ঐ পাহাড়,
সাগরের গান ভেসে আসে কানে,
তুমি এলে পাড়ি দেব অজানায়।

বলো প্রিয়, তুমিও কি প্রস্তুত?
ছেড়ে দিতে সব পুরোনো বাঁধন?
নদীর স্রোতে গা ভাসিয়ে দিতে?
প্রেমের সাগরে ডুব দিতে সাথে?
হাত ধরে চলো, যাই অনন্তের পথে।