নীল আকাশের নিচে, অসীম প্রান্তরে যেখানে
মায়াবী মরীচিকা নাচে, সেখানেই দাঁড়াই
নিঃসঙ্গ ছায়া হয়ে, আমি নিজেকে দেখি
জীর্ণ বৃক্ষের মতো, বুঝি যে আমি ভুল
পথ বেছে নিয়েছি, এই জীবনে দাঁড়িয়েছি!