দুর্নীতির দাবানলে দগ্ধ এই দেশ,
কুহকী কাঠবিড়ালীর কুটিল প্রহেলিকা।
শৃগালের শাসনে শৃঙ্খলিত স্বপ্নের শেষ,
মরীচিকার মায়াজালে মগ্ন মানচিত্র-রেখা।

পঙ্কিল পুকুরে পাঁক ছুঁড়ে দেয় পাঁকাল মাছ,
কর্দমাক্ত কলঙ্কের কাব্য রচে কাক।
নির্লজ্জ নাটকের নেপথ্যে নগ্ন হাস্য,
আত্মঘাতী আয়নায় আত্মার বিষাক্ত ফাঁক।

কুয়াশার কফিনে কাঁপে কবরের কীট,
ন্যায়ের নামে অন্যায়ের অভিষেক হয়।
বিবেকের বীণায় বাজে বিষণ্ণ সঙ্গীত,
সত্যের সূর্য ডোবে স্বার্থের সমুদ্রে নিঃশব্দ নিরুপায়।

চোরের চাবুকে চিৎকার করে চৌকাঠ,
দুর্নীতির দীর্ঘশ্বাসে দমে যায় দেশের বাতাস।
ভ্রষ্টাচারের ভূতের ভয়ে ভেঙে পড়ে ভিত,
স্বাধীনতার স্বপ্নে স্বদেশের স্বরলিপি হয় বিলাস।