শান্তির সৈনিক,
শোনো এই কথা
নীরব রাতে যখন নক্ষত্র জ্বলে আকাশে
বলি, দেখো,
রাষ্ট্রের আইনের স্বচ্ছ জলে
— সমতার স্বপ্ন ভাসে অনন্ত সাগরে —
কিন্তু তীরে দাঁড়িয়ে সমাজ, কঠিন পাথর,
ভেদাভেদের ছায়া ফেলে—অসম তরঙ্গ ওঠে
কী নিষ্ঠুর এই দ্বৈত চিত্র—
শান্তির সৈনিক,
হঠাৎ দেখি সমতার স্বপ্ন মিলিয়ে যায়,
আর থাকে শুধু পাথর।