হে পাখি, তোমার ডানা
জালে আবদ্ধ। মধ্যরাতে
বন্দি পালকগুলি
রক্ত ঝরায়

আর সেই রক্তের মধ্যে অসংখ্য কীটের দল
নিঃশব্দে নৃত্য করে উন্মাদের মতো!