নক্ষত্রের কাছে চেয়েছিলাম আলো,
বলেছিল সে দেবে জ্বলন্ত উল্কাপিণ্ড।
চাঁদের কাছে চেয়েছিলাম স্বপ্ন,
প্রতিশ্রুতি দিয়েছিল অমৃতের কুণ্ড।
কিন্তু আকাশ আজ শুধু অন্ধকারে ভরা।
সমুদ্রের কাছে চেয়েছিলাম গভীরতা,
বলেছিল সে দেবে অতল রহস্যের খনি।
পর্বতের কাছে চেয়েছিলাম উচ্চতা,
কথা দিয়েছিল মেঘের দেশে নিয়ে যাবে অমনি।
কিন্তু পৃথিবী আজ শুধু সমতলে ঢাকা।
বসন্তের কাছে চেয়েছিলাম সৌরভ,
প্রতিজ্ঞা করেছিল ফুলের মালা গাঁথবে।
শরতের কাছে চেয়েছিলাম স্বচ্ছতা,
বলেছিল আকাশকে নীলাভ করে সাজাবে।
কিন্তু ঋতু আজ শুধু ধূসর বর্ণে মোড়া।
কবির কাছে চেয়েছিলাম কল্পনা,
প্রতিশ্রুতি দিয়েছিল কাব্যের নদী বইবে।
চিত্রকরের কাছে চেয়েছিলাম রং,
বলেছিল জীবনকে ইন্দ্রধনু করে তুলবে।
কিন্তু শিল্প আজ শুধু শূন্যতায় হারা।
প্রিয়ার কাছে চেয়েছিলাম ভালোবাসা,
কথা দিয়েছিল হৃদয়ের মন্দিরে রাখবে।
জীবনের কাছে চেয়েছিলাম পূর্ণতা,
প্রতিজ্ঞা করেছিল স্বর্গের স্বাদ দেখাবে।
কিন্তু প্রেম আজ শুধু স্মৃতির পাতায় মরা।