আবার ফিরেছে এ দেশের বুকে নতুন ক্রীতদাস l
দিবারাত্রির নিবিড় দাসত্বে করছে যে হাঁসফাঁস l
যন্ত্রের তালে ছুটছে মানুষ ছুটির ঘন্টা বাজেনা l
কাজের চাপে নুইয়ে গেলে ছুটির সময় আসেনা l


সবার সাথে অফিস ছোটা এ কেমন চাকরি করি l
কাজ ছাড়েনা আমায় বুঝি সবার শেষে ঘরে ফিরি l
কাজের কাছে জীবন বাধা সময় ঘুমায় শান্তিনীড়ে l
হাসি আনন্দ হারিয়ে গেছে যান্ত্রিক কাজের ভিড়ে l


দিবারাত্রির কাজের বহর কিছুতেই আর কমে না l
যন্ত্র মানব ওই আস্থায়ীরা কিছুতেই ঘাড় ঘোরে নাl
উপর তলার খবরদারি আস্থায়ীদের ঘাড়ের পরে l
ন্যায্য মজুরি আসেনা মাসের শেষে তাদের ঘরেl


বাড়ে না মজুরি যে ওই, বাড়ে যেমন কাজের বহর l
দিন ছুটে ঐ মাস চলে যায়, বাড়ে অবসাদের প্রহরl
দিনে দিনে ওই কাজের বোঝা চাপে তাদের কাঁধে l
পরের ঘরে যেমন কাজের মাসি প্রতিনিয়ত  রাধে l


সম কাজে সমবেতন শৃগালের ঘর বাধার সমান l
সংবিধান বুঝি মেনে নিয়েছে বেতনের ব্যবধান l
কাজের মাঝেই চলাফেরা, নেই শান্তির দীর্ঘশ্বাস l
অবহেলায় তাদের নিত্যসঙ্গী এ যুগের ক্রীতদাস l
                      -: :- -: :- -: :-  
                        23/06/2018