চৈত্র বিকেল দমকা হাওয়ায় নিয়ে এলো বৃষ্টি
মাঠের মাঝে চৈতালি ফসল একি অনাসৃষ্টি।
পাক ধরেছে গমের গাছে ছোলায় ডাগর দানা
গম তো এবার জিরে হবে অকাল বৃষ্টির হানা।


ছোলার ফলে ঢুকবে পোকা ফসল হবে মাটি
পোকায় খাবে সকল দানা পড়ে রবে ডাটি।
সোনার ফসল শুয়ে যাবে মাটির বক্ষ জুড়ে
সমস্ত শ্রম নিমেষেই শেষ বৃষ্টির ফোঁটা পড়ে।


ঝমঝমিয়ে বৃষ্টি এলো মুষলধারায় নেমে
এক ফালি মেঘ ছুটে অবিরাম যায়না থেমে
চাষীর বুকে ঠেকল মাটি মাথায় পড়েছে হাত
প্রয়োজনে নামে না বৃষ্টি অকালে বৃষ্টিপাত।
                    -:-:-:-:-:-: