কে চলেছে পথে নবীনও সাজে অষ্টাদশী মহামায়া।
মায়াবী তুলিতে আঁকা মুখশ্রী নয়নে জড়ানো মায়া।
অপরূপ সাজে সেজেছে বধুয়া নয়ন ফেরানো দায়।
যেদিকে তাকায় মায়াবিনী চোখ সামনে ভাসে তাই।


দুপাটি ঠোঁটে গোলাপের পাপড়ি কানে ঝুমকো দুল।
ইফকত সিল্ক অঙ্গে জড়ানো খোঁপায় নেই তো ফুল।
দুলছে গলায় হালকা হওয়ায় চিক চেন দুই  মিলে।
করেছে অপরূপ মাঝ গালে বসা ছোট্ট একটি তিলে।


চশমার ফ্রেমে বন্দি দু- চোখ হাসি মাখানো মুখ।
অঙ্গে জড়ানো সোনার সোহাগ আবেগে সর্বসুখ।
সোনালী আলোয় করে ঝলমল রাঙ্গা বসনখানি।
সকল ভাষ্যে জাদুর ছোঁয়া হাসিতে মুক্তার খনি।


বারবার শুধু ফিরেফিরে চাই দেখি মুক্তা ঝরা হাসি।
মনের মাঝে যেন উকি দেয় সে হৃদয়ে বাজে বাঁশি।
বাজছে সানাই আলোর রৌশনায় হচ্ছে খুকুর বিয়ে।
সেজেছে তাই নতুন সাজে নবীনা  অষ্টাদশী মেয়ে।
                           -::- -::- -::-