এসেছে ফিরে একটি বছর পরে সেই যে একুশ
ভাষার দাবিতে ঢাকার রাজপথে হয়েছে বেহুঁশ
চার যুবকের আত্ম বলিদান বাংলা ভাষার জন্য
চির স্মরণীয় তারা বরণীয় বীর আজো অনন্য।


বুকের পাঁজর বেয়ে রক্তে ভিজেছে পথের মাটি
মাতৃভাষা ঠাই পেয়েছে বুকের মাঝে আকড়ে মাটি
মাতৃভাষা মাত্রীসম মাতৃভাষায় তো সবার প্রাণ
ভাষার জন্য একটি দেশ, লাখো যুবকের আত্মদান।


শিমুলের লাল পাপড়ি মনে করায় একুশের কথা
বসন্ত ফিরেছে আবার বুঝি নিয়ে হাজারো ব্যথা।
এখনো রক্তের ফোঁটা পড়ে আছে পথের মাঝে
এখনো রক্তভেজা অশ্রুবিন্দু আঁচলের ভাঁজে।


সেদিনের প্রিয় বাংলা ভাষা বিশ্ব জাহান হয়ে
মাতৃভাষা প্রাণ ফিরে পায় বুকের মাঝে গিয়ে।
বিশ্বের বুকে দাড়িয়ে সগৌরবে সে বাংলা ভাষা
মাতৃভাষা সবার ঊর্ধ্বে এক বুক আলো আশা।
                   :-:-:-:-:-:-: