বসন্ত আসে ফিরে চলে যায় আবীর লাগে না গায়ে।
ওরা দুর্গম পথ পাড়ি দিয়ে চলে নিঃশব্দে গুটি পায়ে।
শিমুল পলাশ ফোটে ডালে ডালে রাঙ্গা আবীর মেখে।
মন ছুঁয়ে যায় রাঙ্গা আলোয় প্রকৃতির ওই রূপ দেখে।


ওই আবীর খেলায় মত্ত দুপুরে প্রকৃতির তালে তালে।
অজানা আনন্দে হৃদয় নাচে রাঙ্গা ছন্দে বসন্ত কালে।
কালের নিয়মে আসে বসন্ত, মনে জাগে তাই দোলা।
বসন্ত মানে রঙের মেলা সুদূর আকাশ বাতাস খোলা।


সবাই যখন ব্যস্ত আনন্দে ওরা জ্বলছে খিদের জ্বালায়।
পুড়ছে রোদে ভিজছে জলে পড়ে আছে গাছের তলায়।
প্রহসন আর প্ৰতরণা কেন বেকারদের নিয়ে ছিনিমিনি?
কেন যোগ্যতাকে অবজ্ঞা করো, বেকারদের হয়রানি ?


ধুঁকছে পড়ে পথের ধুলায়, ভিজছে বসন নোনা জলে।
শিক্ষা বুঝি মরণ বোঝা, কেন অবজ্ঞা করছো ছলে ?
কাজের দাবিতে পথে ওরা, নিস্তেজ মুমুর্ষ প্রায় শান্ত।
মলিন মুখে চেয়ে মুখ পানে, যেন আজ বিবর্ণ বসন্ত।
                            -::-::-::-::-