শরৎ আকাশ হাতছানি দেয় ওই দূরে কাশের বনে
দোলা দেয় ফুল কাশবনে, হৃদয় দোলে আপন মনে।
সোনালী বিকেল কাশবনে ঘেরা পদ্মার কিনারায়
ওপার হতে কে যেন ডাকে আমায় নীল দরিয়ায়।


ডাকছে দোয়েল শাপলা শিমুল মেঘনা নদীর তীরে
কর্ণফুলি ডাকছে দূরে কাশ ফুলের ওই ভিড়ে
দাড় টেনে মাঝি ডাকছে নাওয়ে মেঘনা যমুনায়
দূরের আকাশ মিশেছে যেথায় মাটির কিনারায়।


সবুজে ঘেরা পল্লীর পথে ছড়িয়ে শিউলি ফুল
দুলিয়ে বেণী চলছে মেয়ে ঝুলছে ঝুমকো দুল।
মেঘ নেমেছে বেণীর ভাঁজে কালো কেশের পরে
সবুজ গায়ের কালো মেয়ের মন টেকেনা ঘরে।


ওই যে দূরে মাঠের পরে রাখাল বাঁশি বাজায় সুরে
সবুজ মাঠে চরছে গরু ওই দেখো ওই তেপান্তরে
কেওয়া বনে দুলিয়ে বেণী কে যেন হাতছানি দেয়
মন ছুটে যায় সবুজ পাড়ে ইচ্ছামতীর সীমানায়
                       :-:-:-:-:-:-:-: