এই দুনিয়া বড়ই আজব ঘুরছে চাকা দ্রুতবেগে l
পাল্লা দিয়ে ছুটছে সময় মানসিকতা নিম্ন দিকে l
কেউ খায় গোস্ত পোলাউ, মাখনে মাখানো রুটি l
কেউ খুঁটে খায় পথের খাবার দুবেলায় দুই মুঠি l


নালার পাশে কেউ ঘুমায় পান করে তার জল!
অট্টালিকায় কেউ  ঘুমায়, বাসায় ঠাণ্ডার কল!
কেউ ছুটে গাড়ী চেপে, কেউ হাটে খালি পায়ে l
দীর্ঘ পথে কেউ পাড়ি দেয়, কাঁধেতে লাশ নিয়েl


কারোর প্রাসাদ ভেদ করে না দিন রাতের আলো l
কারোর খড়ের ছাউনি বেয়ে নামে চাঁদের আলো l
সন্ধ্যা প্রদীপ জ্বলেনা ঘরে, ওই তেল বাড়ন্ত বলে l
রঙ্গীন আলোই ঘর ভরে যায় সন্ধ্যা প্রদীপ জ্বলে l


কেউ পাহারা দেয় সারা রাত্রি  ,সীমান্ত প্রদেশে l
কেউ সারাকাল, ভাষণ বিলায় দেশ ও বিদেশে l
কারো পরনে রঙ্গীন বসন দশ লাখের সুট বুট l
ছিন্ন বস্ত্র কারো অঙ্গে,ঐ সাত সেলাইয়ের সুট l


কেউ কেড়ে খায় দুঃখীর খাবার নিত্য নানা ছলেl
কেউ গরীবের রক্ত চোষে মন্দ ভাবে সুকৌশলে l
এই পৃথিবী সবার জন্য, কেন তবে এত অসাম্য!
দিন দুনিয়ার মালিক বলো এই কি তোমার সাম্য?
                            -::- -::- -::-
                           21/09/2017